স্টাফ রিপোর্টার: ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনিসহ মোট ছয়টি পণ্যের যেকোনো পরিমাণ সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলক পাটের মোড়ক ব্যবহারের নির্দেশনা জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার পাট মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে, পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগে ওই ছয়টি পণ্য ২০ কেজি বা তার চেয়ে বেশি পরিমাণ হলে পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক ছিলো।এ নির্দেশনা জারির ফলে এখন থেকে এ ছয় পণ্যের যেকোনো পরিমাণের ক্ষেত্রে পাটের ব্যাগ বা বস্তা ব্যবহার করতে হবে। ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারির প্রজ্ঞাপনে বলা হয়েছে ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনির ক্ষেত্রে ২০ কেজি ও তদূর্ধ্ব পরিমাণ পণ্য মোড়কীকরণে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহার করতে হবে।