স্টাফ রিপোর্টার: মুস্তাফিজুর রহমানকে যদি এক শব্দে বর্ণনা করতে বলা হয়, তবে সেটি কী হবে? একটু ঝুঁকি নিয়ে বলে দেয়া যায়, বেশির ভাগ উত্তরই আসবে- ‘বিস্ময়!’ গ্রামের কিশোরের সরল চেহারা, কিন্তু বাংলাদেশ ক্রিকেটে তার আগমন দক্ষ শিকারি রূপেই। একের পর এক মায়াবী কাটারে ব্যাটসম্যানদের বিভ্রান্ত করেছেন, আর মাতিয়েছেন পুরো বাংলাদেশকে। সাথে নিজেকেও প্রতিদিনই নতুন উচ্চতায় নিয়ে গেছেন মুস্তাফিজ।
এই তো কদিন আগেই আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে নির্বাচিত হয়েছিলেন। তবে এখানেই শেষ নয়। মুস্তাফিজ বাকি সবাইকে ছাপিয়ে গেছেন আরও একটি জায়গায়। গুগল বাংলাদেশে এই বছর সবচেয়ে বেশি খোঁজা হয়েছে, এমন ব্যক্তিদের তালিকায় সবার ওপরে নাম এ বাঁ হাতি তরুণের। ভাবা যায়! মাত্র মাস ছয়েক আগে যাকে সাতক্ষীরার মানুষও ঠিকমতো চিনতো না, সেই মুস্তাফিজের নামটিই সবচেয়ে বেশিবার উঠে এসেছে বাংলাদেশের মানুষের আঙুলের ছোঁয়ায়, কি-বোর্ডে, কি-প্যাডে!