স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা শহরতলী দৌলাতদিয়াড় সরদারপাড়ার গৃহবধূ মমতাজ বেগম (৪০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। পরিবারের সদস্যরা এ তথ্য জানিয়ে বলেছে, ঋণ পরিশোধের কিস্তির টাকা জোগাড় করতে না পেরে স্বামীর ওপর অভিমান করে আত্মঘাতী হয়েছে।
এদিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বলেছেন, গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে মৃত অবস্থায় মমতাজ বেগমকে হাসপাতালে নেয়া হয়। হাসপাতালে নেয়ার অনেক আগেই মমতাজ মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করেন চিকিৎসক। মৃতদেহ নিজ বাড়ি ফিরিয়ে নেয়া হয়। মমতাজের মা মমেনা খাতুন ও স্বামী নাসির উদ্দীনের মধ্যে সমঝোতা হয়। কোনো অভিযোগ উত্থাপন না হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই দাফন সম্পন্ন করা হয়েছে।
স্থানীয় একাধিকসূত্র বলেছে, নাসির উদ্দীন একজন গাড়িচালক। ধারকর্জ করে একটি ট্রাক কেনে। পরে অবশ্য ট্রাকটি বিক্রিও করে দেয়। ঋণের কিস্তি ঘাড়ের বোঝা হয়ে দাঁড়ায়। এ নিয়েই স্বামী-স্ত্রীর মধ্যে মতবিরোধ দেখা দেয়। এক পর্যায়ে ঋণের কিস্তি আদায়ের লোকজন বাড়িতে আসার আগেই নিজের বাড়ির চিলে কোঠায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার একমাত্র মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী।