কুতুবপুর ইউপির ভূলটিয়ার মরমী বাউল তাহজুল হকের স্মরনোৎসব পালিত

বদরগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউয়িনের ভুলটিয়া গ্রামের মরমী বাউল তাহাজুল হক বিশ্বাসের ১২তম স্মরনোৎসব সাধু সঙ্ঘ ২দিন ব্যাপি বাউল গান গত মঙ্গলবার রাতে তার নিজ মাজার শরীফে শুরু হয়েছে। কুতুবপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো.মহসিন আলির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবদুর রহমান মন্ডল। বিশেষ অতিথি ছিলেন মরমী বাউল তাহাজুল হক বিশ্বাসের ছেলে রাজু আহমেদ শান্তি। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দরা বাউল তাহাজুল হক বিশ্বাসের মাজার শরীফে ১২তম বাৎসরিক সাধু সঙ্ঘসহ ২ব্যাপি বাউল গানের শুভ উদ্বোধন করেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত বাউল ভক্ত বৃন্দরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ঢাকা থেকে আসা শিল্পী শহীদ সরকার,ঝিনাইদহ বইডাঙ্গার খোরশেদ আলি,সাবেক মেম্বার হায়দার আলিসহ স্থানীয় শিল্পীরা বাউল সঙ্গীত পরিবেশন করেন। নিশিরাত অনুষ্ঠান শেষে সাধু ভক্তদের অলোকে রাতের অন্নসেবার মধ্যে দিয়ে গত বুধবার সকালে ২য় পূর্বের অনুষ্ঠান শেষে পূর্ন সেবার মধ্যে দিয়ে এ বছরের মত সাধু সঙ্ঘ সমাপ্তি হয়। অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন আ,লীগ নেতা ডা.মশিউর রহমান ।

Leave a comment