নির্বাচনী সম্ভাব্য ব্যয়ের খাত কারোরই ৪ লাখের ঊর্ধ্বে নয়

উজ্জ্বল মাসুদ/কামরুজ্জামান বেল্টু: চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে মেয়র পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জোর প্রচার প্রচারণায় মূলত ৩ জনের নাম ইতোমধ্যে উঠে এসেছে আলোচনায়। এরা হলেন, বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, গতবারের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত খন্দকার আব্দুল জব্বার সোনা ও জেলা যুবলীগের সদ্য বিলুপ্তকৃত আহ্বায়ক কমিটির আহ্বায়ক স্বতন্ত্রপ্রার্থী ওবায়দুর রহমান চৌধুরী জিপু। অপর প্রার্থী হলেন ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী তুষার ইমরান।
রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনের প্রতীক নৌকা, খন্দকার আব্দুল জব্বার সোনার প্রতীক ধানের শীষ, ওবায়দুর রহমান চৌধুরী জিপুর প্রতীক মোবাইলফোন ও তুষার ইমরানের প্রতীক হাতপাখা। ৪ প্রার্থী মনোনয়ন দাখিলের সময় যে হলফনামা দাখিল করেছেন, তাতে পাওয়া গেছে প্রাথীদের সম্পর্কে বিস্তারিত তথ্য। নির্বাচন কমিশনে পেশকৃত হলফনামায় ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী তুষার ইমরানের নির্বাচনী সম্ভাব্য ব্যয়ের মধ্যে রয়েছে পোস্টার ২০ হাজার টাকা, নির্বাচনী ক্যাম্প খরচ ২০ হাজার টাকা, কেন্দ্রীয় ক্যাম্প খরচ ৩০ হাজার টাকা, প্রার্থীর যাতায়াত খরচ ২০ হাজার টাকা, ঘরোয়া বৈঠক বা সভা বাবদ ১৫ হাজার টাকা, লিফলেট খরচ ১০ হাজার টাকা, হ্যান্ডবিল খরচ ১০ হাজার টাকা, ব্যানার খরচ ৭ হাজার ৪শ টাকা, পথসভা খরচ ১০ হাজার টাকা, মাইকিং খরচ ২১ হাজার ৫শ টাকা, প্রতীক খরচ ২০ হাজার টাকা, মোট সম্ভাব্য ব্যয় ১ লাখ ৭২ হাজার ৯শ টাকা। সম্ভাব্য এ ব্যয়ের জন্য সম্ভাব্য আয়ের খাতে রেখেছেন নিজের গচ্ছিত ৫০ হাজার টাকা। এছাড়া ভাই মামুন স্বেচ্ছাপ্রণোদিত প্রদত্ত দান ৪৫ হাজার টাকা। আত্মীয়-স্বজন ব্যতীত অন্যান্য ব্যক্তির স্বেচ্ছাপ্রণোদিত দানের মধ্যে হাতিকাটার আবুল হাসান দেবেন ১ লাখ টাকা। প্রার্থী তুষার ইমরানের বার্ষিক আয়ের উৎস ব্যবসা খাতে ১ লাখ ৯২ হাজার টাকা। গচ্ছিত অর্থ নগদ ৩০ হাজার, ব্যাঙ্কে ৫ হাজার টাকা। প্রার্থী এসএসসি পাস।
স্বতন্ত্র প্রাথী ওবায়দুর রহমান চৌধুরী জিপুর সম্ভাব্য ব্যয়ের মধ্যে রয়েছে (হলফ নামায় প্রদত্ত তথ্য মতে) পোস্টার ১ লাখ ১০ হাজার টাকা, নির্বাচনী ক্যাম্প ২৭ হাজার টাকা, কেন্দ্রীয় ক্যাম্প ৫ হাজার টাকা, প্রার্থীর যাতায়াত ২০ হাজার টাকা, ঘরোয়া বৈঠক/সভা ১৭ হাজার টাকা, লিফলেট ২৪ হাজার টাকা, হ্যান্ডবিল ১৫ হাজার টাকা, ব্যানার ৩২ হাজার টাকা, পথসভা ১০ হাজার টাকা, মাইকিং ১২ হাজার টাকা, প্রতীক খরচ ৫ হাজার টাকা, অফিস আপ্যায়ন ১ হাজার ৮শ, কর্মী বাবদ খরচ ২০ হাজার টাকা, অন্যান্য ২০ হাজার টাকা মোট ৩ লাখ ১৮ হাজার ৮শ টাকা। প্রার্থীর এ ব্যয়ের জন্য আয়ের খাত দেখানো হয়েছে, নিজ আয় থেকে প্রাপ্য সম্ভাব্য অর্থ ৩ লাখ ৪৫ হাজার টাকা। প্রার্থীর বার্ষিক আয় ব্যবসা থেকে ২ লাখ ৭০ হাজার টাকা। গচ্ছিত অর্থ ৯ লাখ ৭০ হাজার টাকা। এইচএসএসি পাস।
বিএনপি মনোনীত প্রাথী খন্দকার আব্দুল জব্বার সোনার হলফনামায় যে তথ্য দিয়েছেন, তার মধ্যে সম্ভাব্য ব্যয় দেখানো হয়েছে পোস্টার খরচ ৬০ হাজার টাকা, নির্বাচনী ক্যাম্প ১৫ হাজার টাকা, কেন্দ্রীয় ক্যাম্প ১২ হাজার টাকা, যাতায়াত খরচ ১ লাখ টাকা, ঘরোয়া বৈঠক ৫ হাজার টাকা, লিফলেট ৪০ হাজার টাকা, হ্যান্ডবিল ৪০ হাজার টাকা, ব্যনার ২২ হাজার টাকা, ডিজিটাল ব্যানার ২২ হাজার টাকা, পথসভা ৫ হাজার টাকা, মাইকিং ৫০ হাজার টাকা, অন্যান্য খরচ ২৩ হাজার টাকা, মোট সম্ভাব্য ব্যয় ৩ লাখ ৯৪ হাজার টাকা। সম্ভাব্য এ ব্যয়ের জন্য সম্ভাব্য আয়ের খাত হিসেবে তিনি উল্লেখ করেছেন, নিজের আয় তথা ব্যবসা খাত থেকে ২ লাখ টাকা, আলমডাঙ্গা এরশাদপুরের আব্দুল হামিদ দেবেন ১ লাখ টাকা। সম্পর্ক জামাই। অন্যান্য স্বেচ্ছাপ্রণোদিত হয়ে প্রদত্ত মুক্তিপাড়ার নজরুল ইসলাম ১ লাখ টাকা। গচ্ছিত অর্থ নগদ ৪৭ লাখ ৭ হাজার ৪৮৬ টাকা। প্রাথী বিএ, এলএলবি পাস।
আওয়ামী লীগ মনোনিত প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন মনোনয়নপত্রের সাথে দেয়া হলফ নামায় যে তথ্য দিয়েছেন, তার মধ্যে সম্ভাব্য ব্যয় দেখানো হয়েছে, পোস্টার ২৬ হাজার টাকা, নির্বাচনী ক্যাম্প ৪ হাজার ৫শ, কেন্দ্রীয় ক্যাম্প ১৭ হাজার টাকা, যাতায়াত খরচ ২২ হাজার ৫শ টাকা, ঘরোয়া বৈঠক ১৪ হাজার ৫শ , লিফলেট খরচ ৬০ হাজার টাকা, হ্যান্ডবিল খরচ ৬০ হাজার টাকা, ব্যানার খরচ ২০ হাজার ৫শ টাকা। ডিজিটাল ব্যানার খরচ ২১ হাজার টাকা, পথসভা খরচ ৯ হাজার টাকা। মাইকিং খরচ ৩৫ হাজার ৫শ টাকা। পোট্রের্ট খরচ ১৬ হাজার ২শ টাকা। নির্বাচনী প্রতীক খরচ ২০ হাজার টাকা, অফিস আপ্যায়ন ২৭ হাজার টাকা, কর্মীবাবদ ৩০ হাজার টাকা, অন্যান্য ১০ হাজার টাকা। মোট ৩ লাখ ৩৩ হাজার ৯শ টাকা। ব্যয়ের জন্য আয়ের খাতে রয়েছে নিজ আয় থেকে ৩ লাখ ৯৫ হাজার টাকা, বার্ষিক আয়ের উৎসসমূহের মধ্যে রয়েছে কৃষি খাত ৩০ হাজার টাকা, বাড়ি দোকান অ্যাপার্টমেন্ট ভাড়া ৫০ হাজার, ব্যবসার আয় ৩ লাখ ৯৬ হাজার ৬শ ৬৬ টাকা। চাকরির সম্মানি ভাতা ২ লাখ ৪০ হাজার টাকা। নগদ অর্থ ৫০ হাজার টাকা। ব্যাংকে রয়েছে ৪ লাখ ৭১ হাজাহার ১শ ৬৭ টাকা। প্রাথী এইচএসসি পাস।