মাথাভাঙ্গা মনিটর: ভারতে ধর্ষণের কারণ নিয়ে মন্ত্রী-আমলাদের বিতর্কিত মন্তব্যের তালিকা অনেক লম্বা। এদের কেই কেউ ধর্ষণের জন্য খোদ নারীদের পর্যন্ত দায়ী করেছেন। অপরাধীদের শাস্তির মুখোমুখী করার চেয়ে অনেককেই নারীদের পোশাককে ধর্ষণের কারণ হিসেবে প্রতিষ্ঠিত করতে ব্যস্ত থাকতে দেখা গেছে। আবার গণধর্ষণ ও খুনের এক ঘটনার পর উত্তরপ্রদেশের শাসক দলের প্রধান মুলায়ম সিং বলেছিলেন, বাচ্চা ছেলে। একটা ভুল করে ফেলেছে। এবার একই রাজ্যের পুলিশের ডিজি জগমোহন যাদব বললেন, রাম রাজত্বেও ধর্ষণ হতো। ধর্ষণ ও নারী নির্যাতনে দুনিয়াজুড়ে সমালোচিত উত্তরপ্রদেশ। সেই রাজ্যেরই খোদ পুলিশপ্রধানের মুখে ধর্ষণ নিয়ে এরকম মন্তব্যে তীব্র নিন্দা শুরু হয়েছে ভারতের বিভিন্ন মহলে।