বিজয় দিবস টেনিস টুর্নামেন্টে পুরস্কার বিতরণ করা হচ্ছে

মেহেরপুর অফিস: মেহেরপুর ক্লাবের উদ্যোগে বিজয় দিবস টেনিস টুর্নামেন্টে একেএম ফজলুল হক জুটিকে হারিয়ে জানে আলম জুটি চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। গতকাল বুধবার রাতে টেনিস মাঠে জেলা প্রাশাসক মো. শফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন মেহেরপুর ক্লাবের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মালেক, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো, অ্যাড. খন্দকার আব্দুল মতিন, মেহেরপুর ক্লাবের দপ্তর সম্পাদক কাজি শহিদুল হক প্রমুখ।

Leave a comment