১৭ ও ১৮ ডিসেম্বর কুবির ভর্তি পরীক্ষা

স্টাফ রিপোর্টার: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা ১৭ ও ১৮ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ইতোমধ্যে ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ‘এ’ ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ১৮ ডিসেম্বর ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে ১১টায় শেষ হবে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দফতর জানায়, এ বছর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে স্নাতকে ভর্তির জন্য ১টি আসনের বিপরীতে লড়বে ৫৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ২০ হাজার ৪০৫, বি ইউনিটে ১৫ হাজার ৯৬৬ ও সি ইউনিটে ১৪ হাজার ৭৭০ জন ভর্তির জন্য আবেদন করেছে। মোট ৫১ হাজার ১৪১ আবেদনকারী ৪টি অনুষদের অধীনে ১৭টি বিভাগের ৯১০টি আসনের জন্য লড়বে।