মুজিবনগর প্রতিনিধি: মুজিবনগরের বল্লভপুর চার্চ অব বাংলাদেশ বল্লভপুর ডিনারিতে প্রাক-বড়দিন ও বিজয় দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বল্লভপুর চার্চ অফিস চত্বরে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বল্লভপুর চার্চ অব বাংলাদেশের পুরোহিত রেভা. বিলিয়ম সর্দ্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন রেভা. মিখায়েল সরেন, রেভা. ইন্মামুয়েল মল্লিক। বক্তব্য রাখেন ডিনারি সম্পাদক সংকর বিশ্বাস, ক্যাটেখ্রিস্ট মি. পল বৈদ্য, মহিলা কনভেনার মিসেস স্বপ্না মল্লিক ও মিসেস ডরথী সরদার। শেষে প্রাক-বড়দিন উদযাপন ও যীশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও বিজয় দিবসের শান্তি কামনা করে প্রার্থনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চার্চ অব বাংলাদেশের পুরোহিত, পালক, মহিলা কর্মী ও প্রতিষ্ঠানের প্রধানগণ।