মাথাভাঙ্গা মনিটর: লিওনেল মেসি-নেইমার-লুইস সুয়ারেসে সাজানো বার্সেলোনার আক্রমণভাগকে সেরা বলেন অনেকেই। সে দলে এবার যোগ দিলেন বার্সেলোনার আর্জেন্টাইন ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানো। ভিয়ারিয়াল ও দেপোর্তিভো লা করুনার বিপক্ষে গত দুটি লিগ ম্যাচ বাদ দিলে বলা যায়, মেসি-নেইমার-সুয়ারেসে ভর করে চলতি মরসুমেও ভালোভাবেই লক্ষ্যের পথে ছুটছে বার্সেলোনা।
চলতি মরসুমে এরই মধ্যে ৪৬ গোল করা এ ত্রয়ীর প্রশংসায় মাসচেরানো বলেন, এটাই আমার দেখা সেরা ত্রয়ী। বলা যায়, আমরা এরকম কিছু আর দেখতে পারব না। সবচেয়ে বিস্ময়কর ব্যাপার হলো, খুব ভালোভাবে তারা পরস্পরের পরিপূরক এবং তাদের প্রত্যেকে আমাদের জন্য ভিন্ন কিছু নিয়ে আসে, যোগ করেন আর্জেন্টিনার এই খেলোয়াড়। মেসি-নেইমার-সুয়ারেস ত্রয়ীর নিজেদের মধ্যকার বোঝাপড়া সহজাত জানিয়ে বার্সেলোনার ওয়েবসাইটে মাসচেরানো আরও বলেন, দলের সামনে চলার পথটা তারা এঁকে দেয়। যদি, তারকারা এতো ভালোভাবে চলতে পারে, তখন দলের বাকিদের উদারণটা অনুসরণ করতে হয়।