চুয়াডাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ডের দুজন প্রার্থী আতিয়ার ও কালাম প্রতিদ্বন্দিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে ২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আতিয়ার রহমান ও আবুল কালাম ভোটযুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছেন। দুজনই পৃথক বিজ্ঞপ্তিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। চুয়াডাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ও একই ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কলাম কাউন্সিলর পদপ্রাথী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। প্রত্যাহরের শেষ দিনেও প্রাথী হিসেবে অনড় ছিলেন। আতিয়ার রহমানের প্রতীক বরাদ্দ হয় ব্ল্যাকবোর্ড আর আবুল কালামের প্রতীক হয় ফাইল কেবিনেট। দু প্রাথী পৃথক বিজ্ঞপ্তিতে ব্যক্তিগত কারণ দেখিয়ে নির্বাচন থেকে নাম প্রত্যাহারের ঘোষণা দিয়ে বলা হয়েছে, প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর কারণে শুভাকাঙ্ক্ষীদের নিকট দুঃখ প্রকাশ করছি। সুখে দুখে এলাকাবাসীর সাথে ছিলাম, ভবিষ্যতেও থাকবো। উল্লেখ্য, চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে ২নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থীর সংখ্যা ছিলো ১০জন। এর মধ্যে দুজন প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়ানোর ফলে ভোটযুদ্ধ হতে যাচ্ছে ৮ প্রার্থীর মধ্যে।