স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা পৌরসভার স্বতন্ত্র মেয়র প্রার্থী ওবায়দুর রহমান চৌধুরী জিপু গণসংযোগ অব্যাহত রেখেছেন। তিনি গতকাল মঙ্গলবার দিনভার চুয়াডাঙ্গা পৌর এলাকার মাঝের পাড়া, গুলশানপাড়া ও ইসলামপাড়ায় গণসংযোগ ও উঠোন বৈঠক করেন। এ সময় জিপু তার মোবাইলফোন প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন। তিনি পৌরবাসীকে আশ্বস্ত করেন মেয়র নির্বাচিত হলে পৌর নাগরিকরা প্রকৃত পক্ষেই নাগরিক সুবিধা পাবেন। পৌর এলাকার সার্বিক উন্নয়নের ব্যাপারে তিনি বদ্ধপরিকর বলে জানান।
গতকাল চুয়াডাঙ্গা মাঝেরপাড়ায় সকালে গণসংযোগ শেষে মেয়রপ্রার্থী ওবায়দুর রহমান চৌধুরী জিপু যান গুলশানপাড়ায়। তিনি এলাকাবাসীর সাথে কথা বলেন এবং দোয়া ও ভোট প্রার্থনা করেন। এরপর বিকেলে জিপু ইসলামপাড়ায় উঠোন বৈঠক ও সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন। তিনি অসংখ্য নারী ভোটারের সাথে কথা বলেন, তাদের সুখ-দুঃখের কথা শোনেন। তিনি এলাকার সাধারণ মানুষকে আশ্বস্ত করেন মেয়র নির্বাচিত হলে প্রকৃত পৌর সুযোগ সুবিধা থেকে কেউ বঞ্চিত হবে না। এ সময় জিপু তার মোবাইলফোনে ভোট ও দোয়া প্রার্থনা করেন। গণসংযোগের সময় তার সাথে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।