চুয়াডাঙ্গার পৃথক স্থানে দুর্ঘটনায় স্কুল শিক্ষকসহ আহত ৪

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার পৃথক স্থানে ৪টি দুর্ঘটনায় এক স্কুলছাত্রীসহ আহত হয়েছে চারজন। গতকাল মঙ্গলবার পৃথক সময়ে দুর্ঘটনা ঘটে। আহত তিন জনকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন রাখা হয়েছে। আহতদের মধ্যে আলমডাঙ্গা খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক রফিকুল ইসলামও রয়েছেন।
চুয়াডাঙ্গা আলমডাঙ্গার নীমতলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী সাথী খাতুন বাড়ি ফুলবাড়ি ফেরার পথে শ্যালোইঞ্জিনচালিত করিমনের চাকায় ওড়না পেচিয়ে আহত হয়। সে হাসেম আলীর মেয়ে। স্থানীয়রা বলেছে, করিমনযোগে বাড়ি ফেরার সময় চাকায় ওড়না জড়িয়ে আহত হয়। তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এদিকে চুয়াডাঙ্গা জীবননগরের উথলীর রিপন আলীর স্ত্রী আনেহার খাতুন (২৮) করিমন থেকে আছবড়ে পড়ে আহত হয়েছেন। তাকেও চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসাধীন রাখা হয়েছে। এদিকে চুয়াডাঙ্গা হকপাড়ার ইসলাম উদ্দীন (৫৫) গতকাল সকালে পরিবহনের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন। তিনি বাইসাইকেলযোগে একাডেমি মোড় হয়ে বাদুরতলার নিকটস্থ কর্মস্থলের উদ্দেশে রওনা হয়ে টাইনফুটল মাঠের নিকট পেছন থেকে ধাক্কা দেয় একটি পরিবহন। আছড়ে পড়ে তিনি গুরুতর আহত হন। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রাখা হয়েছে।
আলমডাঙ্গা ব্যুরো জানিয়েছে, আলমডাঙ্গায় মোটরসাইকেল-লাটাহাম্বার মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক রফিকুল ইসলাম মারাত্মক জখম হন। গতকাল মঙ্গলবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা বলেছে, সুতাইল পাইকপাড়া গ্রামের হারেজ উদ্দিনের ছেলে রফিকুল খাসকররা মাধ্যমিক বিদ্যালয়ের গণিত শিক্ষক। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয়ে মোটরসাইকেলযোগে বিদ্যালয়ে যাওয়ার পথে খাসকররা উত্তরপাড়ায় রাস্তার মোড় ঘুরতে গেলে বিপরীত দিক থেকে আসা লাটাহাম্বার তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গিয়ে দু পায়ে প্রচণ্ড আঘাত পান এবং রক্তাক্ত জখম হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করে। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

Leave a comment