স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা ইসলামপাড়ার দোকানি লালন শাহর (১৮) মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মেরে রক্তাক্ত জখম করা হয়েছে। গতকাল মঙ্গলবার বকেলে লালন শাহ তার চাচাতো ভাই রতনকে উদ্ধার করতে গেলে প্রতিপক্ষ একদল যুবক তাকে মারপিট করে। মাথায় কোপ মারে। এ তথ্য জানিয়ে লালন শাহ বলেছেন, হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ করতে এসেও কোনো কাজ হলো না। থানায় ওসি নেই বলে ডিউটি অফিসার মামলা দূরের কথা অভিযোগপত্রটা হাতেই নিলেন না।
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা শহরের ইসলামপাড়ার আবু সালামের ছেলে লালন শাহ পাড়ার মোড়েই দোকান দিয়ে ব্যবসা করে আসছেন। অভিযোগ, মিলনের ছেলে রহেদ হাজার খানেক টাকার মালামাল বাকি নেয়। টাকা চাইতেই মারমুখি ওঠে ওঠে। প্রতিবাদ করাই দোকানি লালন শাহর চাচাতো বাই রতনকে গতকাল বিকেলে তুলে নিয়ে যায় পার্শ্ববর্তা প্রাইমারি স্কুল মাঠে। সেখান থেকে রতনকে উদ্ধার করতে গেলে লালন শাহকে ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে। এসব অভিযোগ নিয়ে গতকাল থানায় গেলে তা গ্রহণ না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয় ব্যক্ত করেন লালনসহ তার সাথে থাকা লোকজন।