রাজশাহীতে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৭

রাজশাহীর মতিহার থানা এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে আরো ৩৫ জন। মঙ্গলবার বেলা পৌনে দুইটার দিকে শহরের চৌদ্দপায় ফল গবেষণা কেন্দ্রের সামনে এ দুর্ঘটনা ঘটেছে। স্থানীয়দের বরাত দিয়ে মতিহার থানার ওসি হুমায়ুন কবির জানান, ন্যাশনাল ট্রাভেলসের একটি বাস ঢাকা থেকে রাজশাহীতে ফিরছিল; আর অর্পা পরিবহনের বাসটি রাজশাহী থেকে যাচ্ছিল তাহেরপুর। ন্যাশনাল ট্রাভেলসের বাসটি একটি ট্রাককে ‘ওভারটেক’ করতে গেলে দুই বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি আরো জানান, ঘটনাস্থলেই দুইজন নিহত হন। আহতদের মধ্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর আরো পাঁচজন মারা যান।

প্রাথমিকভাবে নিহতদের মধ্যে তিনজনের নাম জানা গেছে। এরা হলেন- আজাহার আলী, তার স্ত্রী বেলীয়ারা ও আবু বক্কর সিদ্দিক।