মেহেরপুরে বুদ্ধিজীবী হত্যা দিবস পালিত
মেহেরপুর অফিস: কবিতা আবৃত্তি, আলোচনাসভা ও আলোক প্রজ্বলনের মধ্যদিয়ে মেহেরপুরে বুদ্ধিজীবী হত্যা দিবস পালন করা হয়েছে। মেহেরপুরের মৃত্তিকা গ্রুপ থিয়েটারের আয়োজনে গতকাল সোমবার সন্ধ্যায় মেহেরপুর শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তব্য রাখেন মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সভাপতি মানিক হোসেন। অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ আসকার আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহমেদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দিন মিরু, উদীচীর সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহীন, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, সাবেক সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক সাইদুর রহমান, জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, অরণি থিয়েটারের সভাপতি নিশান সাবের, সাংস্কৃতিক কর্মী মাহবুবুল হক মন্টু, মৃত্তিকা গ্রুপ থিয়েটারের সাধারণ সম্পাদক আশহাদুর রহমান অনু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে শহীদ ড. সামসুজ্জোহা নগর উদ্যানের শহীদ বেদীতে মোমবাতি জ্বালিয়ে আলোক প্রজ্বলন করা হয়। এরপর সেখানে কবিতা আবৃত্তি করা হয়।