বিশ্ব টুকিটাকি : সৌদি আরবে পৌর নির্বাচনে ২০ নারী জয়ী

রাহুল গান্ধীকে মন্দিরে ঢুকতে দেয়নি আরএসএস
মাথাভাঙ্গা মনিটর: ভারতের কংগ্রেস পার্টির নেতা রাহুল গান্ধীকে হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) আসাম রাজ্যের একটি মন্দিরে ঢুকতে দেয়নি বলে অভিযোগ করেছেন তিনি। গতকাল সোমবার সাংবাদিকদের এতথ্য জানান রাহুল। ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং কংগ্রেসের বর্তমান নেত্রী সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গত সপ্তাহে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসাম সফরে যান। ওই রাজ্যে কংগ্রেস পার্টিই ক্ষমতায়। সকালে দিল্লিতে পার্লামেন্টের বাইরে উত্তেজিত ভঙ্গীতে রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, আমাকে মন্দিরে ঢুকতে না দেয়ার ওরা কে? কিন্তু বিজেপির চিন্তা-ভাবনার ধরন-ধারণ যে এরকমই! কংগ্রেস সূত্রগুলো বলছে, গত সপ্তাহে আসামে রাহুল গান্ধী যখন একটি পদযাত্রায় গিয়েছিলেন, তখন বরপেটা সত্র মন্দিরের সামনে এই ঘটনাটি ঘটে। কংগ্রেসের পরিকল্পনা ছিলো ওই মন্দিরে পূজা দিয়ে রাহুল গান্ধী পদযাত্রার সূচনা করবেন। কিন্তু দলীয় সূত্রে বলা হচ্ছে, মন্দিরের সামনে মহিলাদের দিয়ে বর্ম তৈরি করে তাকে সেখানে ঢুকতেই দেয়া হয়নি।

সৌদি আরবে পৌর নির্বাচনে ২০ নারী জয়ী
মাথাভাঙ্গা মনিটর: সৌদি আরবের রাজতন্ত্রের ইতিহাসে এবারই প্রথম দেশটির পৌরসভার নির্বাচনে নারীরা নির্বাচিত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত ২০ নারী নির্বাচিত হওয়ার খবর পাওয়া গেছে। পৌরসভার নির্বাচনে এবারই প্রথম সৌদি আরবে নারীকে নির্বাচিত হওয়ার সুযোগ দেয়া হলো। অবশ্য এ বিজয়ের মধ্য দিয়ে দেশটির নারীরা শেষ পর্যন্ত কতোটা লাভবান হবেন তা দেখার জন্য অপেক্ষা করতে হবে। গত শনিবারে অনুষ্ঠিত সৌদি পৌরসভার নির্বাচনে এক লাখ ৩০ হাজার নিবন্ধিত নারী ভোটারের মধ্যে এক লাখ ছয় হাজার ভোট দিয়েছেন। অর্থাৎ দেশটির বৈধ নারী ভোটারের ৮২ শতাংশ এ নির্বাচনে ভোট দিয়েছেন। দেশটির দুই তৃতীয়াংশ পৌরসভাতে এ নির্বাচন হয়েছে। পৌর নির্বাচনে সবচেয়ে বেশি নারী প্রার্থী বিজয়ী হয়েছে রিয়াদে।

সিরিয়ায় রুশ বিমান হামলায় শিশুসহ ৪১ জন নিহত
মাথাভাঙ্গা মনিটর: সিরিয়ায় রুশ এবং সিরিয়ান বিমান হামলায় ৯ শিশুসহ ৪১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত রোববার দামেস্কের সুবার্ব শহরে এ হামলার ঘটনা ঘটে। দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগের কর্মকর্তার আহমেদের বরাত দিয়ে আলজাজিরা জানায়, সরকারের বিমান হামলা এবং রকেট ব্যারেজ হামলার লক্ষ্য ছিলো দামেস্কের ঘৌতা জেলায়। তিনি জানান, শুধু দৌতাতেই হামলায় ৯ শিশুসহ ৪১ জন নিহত হন। হামলায় ২৫০ জন আহত হন। আল হোসন আল বসরি নামের একটি স্কুলেও হামলা চালানো হয়। এতে স্কুলটির প্রিন্সিপালসহ ৪ ছাত্র নিহত হন। আহত ছাত্রদের স্থানীয় ক্লিনিকে নেয়া হয়েছে। আহমেদ বলেন, গত তিনমাসে এই এলাকায় নিয়মিতই রকেট এবং বিমান হামলা চালানো হচ্ছে। এতে করে বিদ্রোহীদের সাথে অনেক বেসমানিক নাগরিকও নিহত হয়েছে। সাধারণ জনগণ এ সশস্ত্র সংঘর্ষের কারণে চরম মূল্য দিচ্ছে। জাতিসংঘের তথ্যমতে, ২০১১ সাল থেকে সিরিয়ায় চলা সংঘর্ষে এ পর্যন্ত প্রায় ২ লক্ষ ৫০ হাজার মানুষ মারা গেছে।

অবশেষে মুখ খুললেন ইমরান খান
মাথাভাঙ্গা মনিটর: বিবিসি সাংবাদিক রেহামের সাথে বিবাহ-বিচ্ছেদ নিয়ে অবশেষে মুখ খুললেন ইমরান খান। সাবেক ওই ক্রিকেটার বর্তমানে পাকিস্তানের রাজনীতিক দল তেহেরিক-ই ইনসাফের প্রধান। বিবাহ-বিচ্ছেদের পর ইমরান খান সম্পর্কে অনেক কথা এসেছে মিডিয়ায়। রেহামই তার সম্পর্কে এসব বলছিলেন। কিন্তু এ নিয়ে নীরবই ছিলেন তিনি। কোথাও টু-শব্দটি করেননি। তার নীরবতায় বিস্মিত হয়েছেন অনেকেই। কারণ অভিযোগগুলো তার বিরুদ্ধে একতরফাই করা হচ্ছিলো। এবার মুখ খুললেন পাকিস্তানের এ সাবেক ক্রিকেটার। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছিলো, তিনি ও তার পরিবার নাকি রেহামকে রান্না করতে বাধ্য করতেন। এমনকী তারা চাইতেন রেহাম সারাক্ষণ বাড়িতে থাকুক, ঘর সংসার সামলাক। বিবাহ-বিচ্ছেদের পর এই বিস্ফোরক মন্তব্য করেছিলেন স্বয়ং রেহাম। ইমরান খান তার কোনো জবাবই দেননি।