গণসঙ্গীতে বিশেষ অবদানের জন্য কণ্ঠশিল্পী ফকির আলমগীর ভারতের পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে বিশেষ সম্মাননা পেয়েছেন। দেশটির রাজ্য সরকারের উদ্যোগে ১৪ ডিসেম্বর থেকে কলকাতার নজরুল মঞ্চে ‘বাংলা সংগীত মেলা’ শুরু হয়েছে। এদিন সন্ধ্যায় ওই মঞ্চে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শিল্পী ফকির আলমগীরের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।
১৯৫০ সালের ২১ ফেব্রুয়ারি ফরিদপুর জেলায় ভাঙা থানার কালামৃধা গ্রামে ফকির আলমগীর জন্মগ্রহণ করেন।
১৯৭৬ সালে তিনি গড়ে তোলেন লোকপ্রিয় ঋষিজ শিল্পী গোষ্ঠী। এর মাধ্যমে তিনি গণসঙ্গীতকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছেন। তার গাওয়া স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান, মুক্তির গান, প্রবাসী বন্ধুদের গান, মুক্তিযুদ্ধের প্রস্তুতিকালীন গানগুলো আজও সবার মনে গেঁথে রয়েছে।