দর্শনা অফিস: দামুড়হুদার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের বন্যার্ত মানুষের আশ্রয় কেন্দ্র নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। কামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে প্রায় কোটি টাকা ব্যয়ে এ ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। গতকাল সোমবার বিকেলে কামারপাড়া মাধ্যমিক বিদ্যালয় চত্বরে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অর্থায়নে ৮৭ লাখ টাকা ব্যয়ে ১০৩ ফুট দৈর্ঘ্য ও ৩০ ফুট প্রস্থ দ্বিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে এমপি আলী আজগার টগর বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারাদেশে চলমান রয়েছে উন্নয়নমূলক কার্যক্রম। দেশের মানুষ আজ সবদিক থেকে স্বাবলম্বী। গ্রামীণ অবকাঠামো উন্নয়নে সরকারের রয়েছে নানামুখী পদক্ষেপ। তারই অংশ হিসেবে এলাকার মানুষ যাতে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে নিরাপদ আশ্রয়ে ঠাঁই নিতে পারে সেজন্য এ ভবন নির্মাণ করা হচ্ছে। ইউপি চেয়ারম্যান জাকারিয়া আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দামুড়হুদা উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, আ.লীগ নেতা মুনতাজ আলী, হাতেম মণ্ডল, মহিউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তমছের আলী, আ. রহমান, গোলাম রহমান, বাবলুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, প্রকৌশলী নুরুজ্জামান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান। শিক্ষক নজরুল ইসলামের উপস্থাপনায় আরো উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা শেখ আসলাম আলী তোতা, জিয়াউল হক, খায়রুল বাসার, হামিদুর রহমান হাসেম, আ. হালিম প্রমুখ।