চুয়াডাঙ্গা পৌর মেয়র রিয়াজুল ইসলামকে পুনরায় নির্বাচিত করার জন্য ছাত্রলীগের আহ্বান
আসন্ন চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে পুনরায় মেয়র নির্বাচিত করার আহ্বান জানিয়েছে জেলা ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে চুয়াডাঙ্গায় দলীয় প্রতীক নৌকা মার্কায় ভোট করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তারা জানান, পৌর নির্বাচনে ১৬ কোটি বাঙালির আশা ভরসার শেষ আশ্রয়স্থল জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী ও জাতীয় প্রতীক নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য নির্বাচনী এলাকায় ছাত্রলীগের প্রত্যেক নেতাকর্মী মাঠ পর্যায়ে কাজ করবেন এবং ভোটারদের মাঝে গিয়ে নৌকা প্রতীকে ভোট চাইবেন। জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল সন্ধ্যায় সংক্ষিপ্ত আলোচনা ও মতবিনিময় সভায় দিকনির্দেশনা দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। সভায় সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রুবায়েত বিন আজাদ সুস্থির। বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি আশিক ইকবাল স্বপন, সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, চুয়াডাঙ্গা পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, চুয়াডাঙ্গা সদর থানা ছাত্রলীগ সভাপতি জুয়েল রানা, সাধারণ সম্পাদক সুমন রেজা, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সহসম্পাদক ইমরান হোসেন, ফয়সাল খান, সহসভাপতি মকছেদুল হাসান ও প্রচার সম্পাদক আব্দুর রহমান। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, সদস্য খালিদ মাহামুদ, কলেজ ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, পৌর ছাত্রলীগ নেতা শিমুল লস্কর, কলেজ ছাত্রলীগ নেতা শাকিল আহমেদ জীম, কলিন্স, জুয়েল, আলিফনুর, ইসরাইল, সদর থানা ছাত্রলীগ নেতা রেদওয়ান আহমেদ রানা, অভি জোয়ার্দ্দার তানভির আহমেদ সোহেল, অয়ন হাসান জোয়ার্দ্দার ,মাছুম, রাকিব, আশিক, মামুন, ইমন, প্রান্ত, আসাদ, মালেক, রোকন, সাহেব, আলিহিম, মুন্নাসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা ও উপস্থাপনা করেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফি উদ্দিন টিটু।