চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে নৈশকোচে ডাকতি : আধাঘণ্টা ধরে লুটপাট

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় নৈশকোচে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা সড়কে গাছ ফেলে প্রায় আধাঘণ্টা ধরে কোচে লুটপাট চালায়। ডাকাতদের হামলায় কয়েক যাত্রী আহত হয়েছেন। নগদ টাকা, সোনার গয়না, মোবাইলফোনসহ যাত্রীদের মালামাল লুট করে ডাকাতরা নির্বিঘ্নে পালিয়ে যায়। গত রোববার রাতে চুয়াডাঙ্গার নয়মাইল নামক স্থানে এ ডাকাতির ঘটনা ঘটে।
জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে ঢাকার গাবতলী থেকে জেআর পরিবহনের একটি কোচ (ঢাকা মেট্রো-ব-৬৫৬৩) মেহেরপুরের উদ্দেশে ছেড়ে আসে। কোচটি রাত ২টা ৪০ মিনিটে চুয়াডাঙ্গার বদরগঞ্জ-সরোজগঞ্জ বাজারের মধ্যেবর্তী নয়মাইল নামক স্থানে পৌঁছুলে সামনে রাস্তার ওপর পড়ে থাকা একটি গাছ দেখে চালক গাড়ি থামান। অবস্থা বেগতিক দেখে গাড়ির হেলপার জানালা-দরজা বন্ধ করে দেন। ১০-১৫ জন ডাকাত চারদিক থেকে কোচটি ঘিরে ফেলে এবং কোচের দরজা না খুললে বোমা মেরে উড়িয়ে দেয়ার হুমকি দেয়। দরজা খোলা হলে মুখোশধারী সশস্ত্র ৫-৭ জনের একদল ডাকাত কোচের ভেতরে ঢুকে যাত্রীদের মারধর করে লুটপাট চালায়। কোচযাত্রী চুয়াডাঙ্গার গুলশানপাড়ার সুমন জানান, ধারালো অস্ত্রের উল্টো পিঠ দিয়ে ডাকাতরা ১০-১২ যাত্রীকে বেদম মারপিট করে। তারা নারী যাত্রীদেরও লাঞ্ছিত করে। যাত্রীদের কাছ থেকে প্রায় ২ লাখ টাকা সোনার গয়না, মোবাইলফোনসহ মালামাল ছিনিয়ে নেয়। যাত্রী সুমন অভিযোগ করেন, ডাকাতরা আধাঘণ্টা ধরে তাণ্ডব চালিয়ে নির্বিঘ্নে পালিয়ে যাওয়ার পর সেখানে পুলিশ আসে। কোচের ড্রাইভার আলম ও হেলপার মনি জানান, ডাকাতরা তাদেরকেও মারধর করেছে। এ ব্যাপরে চুয়াডাঙ্গা সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, ডাকাতির বিষয়টি আমি শুনেছি। ডাকাতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।