চুয়াডাঙ্গায় বিএনপি মনোনীত মেয়র প্রার্থী সোনার নির্বাচনী গণসংযোগ অব্যাহত

বিএনপি মনোনীত মেয়র প্রার্থী খন্দকার আব্দুল জব্বার সোনা তার এলাকায় নির্বাচনী গণসংযোগ করছেন। গতকাল সোমবার দলীয় প্রতীক নিয়ে গণসংযোগ কালে মেয়র সোনা ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটসহ দোয়া প্রার্থনা করেন। প্রতিটি এলাকা থেকেই সর্বস্থরের জনসাধারণ স্বতঃস্ফূত ভাবে তাকে সমর্থন দেন। এ সময় তিনি ভোট ও দোয়া কামনা করেন।
তিনি বলেন, এর আগেও আমি পৌর নির্বাচনে অংশ নিয়েছি। এবার বিএনপির সমর্থন পেয়েছি দলীয়ভাবে ও জণগণ আমাকে ভোট দিয়ে বিজয়ী করবে। তিনি পৌর এলাকার সুমির দিয়া কলোনী, সুমিরদিয়া, বলকাপাড়া, মুন্সিপাড়া, বজরুকগড়গড়ি গণসংযোগ করেন। সন্ধ্যা দিকে তিনি কোর্টরোড় ও পুরাতন হাসপাতাল সড়কে বিভিন্ন ব্যবসায়ীদের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তার সাথে ছিলেন মাহমুদুল হক পণ্টু, রাফাতুল্লা মহলদার, আবু বক্কর সিদ্দিক আবু, হীরা হুজুর, নজরুল ইসলাম, হাফিজুর রহমান মুক্ত ও বিশ্ব। প্রেস বিজ্ঞপ্তি।