গ্যাস সিলিন্ডারের পাইপ বিস্ফোরণে আলমডাঙ্গার তালহা স্টিল অ্যান্ড গ্লাস হাউসে অগ্নিকাণ্ড : মালামাল ভস্মীভূত

আলমডাঙ্গা ব্যুরো: গ্যাস সিলিন্ডারের পাইপ বিস্ফোরণে আলমডাঙ্গা কাছারি বাজার মার্কেটের তালহা স্টিল অ্যান্ড গ্লাস হাউসে অগ্নিকাণ্ড ঘটে। এতে ব্যবসা প্রতিষ্ঠানটির প্রায় ৫/৭ লাখ টাকা মূল্যের থাইগ্লাস, অ্যালুমিনিয়াম ও হার্ডবোর্ড ভস্মীভূত হয়েছে।
জানা গেছে, আলমডাঙ্গা শহরের কাছারি বাজারের মিজানুর রহমানের তালহা স্টীল অ্যান্ড গ্লাস হাউস অবস্থিত। মিজানুর রহমান চুং হুয়া অ্যালুমিনিয়াম লিমিটেডের ডিলার। গতকাল বেলা ৩টার দিকে ওই দোকানে থাই অ্যালুমিনিয়ামের ফ্রেম ঝালাই করার সময় গ্যাস সিলিন্ডারের পাইপ বিস্ফোরণ হয়ে ওই ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। এতে দোকানের সমস্ত গ্লাস, থাই অ্যালুমিনিয়াম পাতি, ও হার্ডবোর্ড ভস্মীভূত হয়েছে। এ সময় ওই অঞ্চলের সকল ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। পরে সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আলমডাঙ্গা থানা পুলিশও ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিস কর্মীদের সাহায্য করেন। ব্যবসার শুরুতেই এতো বড় ক্ষতির সম্মুখীন হয়ে বিপাকে পড়েছেন মিজানুর রহমান।