গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মেয়র আহম্মেদ আলীর নৌকা প্রতীকে সমর্থন দিলেন আ.লীগ নেতা হাজি মহাসিন আলী। গতকাল সোমবার বিকেলে তার নিজ কার্যালয় থেকে নেতাকর্মীদের সাথে নিয়ে নৌকা প্রতীকের গণসংযোগে দেন। মেয়র পদে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে অন্যতম ছিলেন হাজি মহাসিন আলী। গত নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে লড়েছিলেন। নৌকার পক্ষে হাজি মহাসিন আলীর গণসংযোগে নেতাকর্মীদের মাঝে নতুন মাত্রা যোগ করেছে বলে জানান আওয়ামী লীগ নেতাকর্মীরা। এদিকে হাজি মহাসিন আলীসহ নেতৃবৃন্দ গাংনী বাজার এলাকায় নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, জেলা আ.লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, উপজেলা মহিলা আলীগের সভানেত্রী নুরজাহান বেগম, সাবেক ছাত্রলীগ নেতা সুবক্তগীন মাহমুদ পলাশ ও জেলা ছাত্রলীগের সহসভাপতি সাইফুজ্জামান সিপু প্রমুখ।