স্টাফ রিপোর্টার: ইজি বাইক থেকে পড়ে গুরুতর আহত ববি মারা গেছেন। গতাকল সোমবার ভোর ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। গতকাল বাদ এশা চুয়াডাঙ্গা পৌর এলাকার নূরনগর গ্রামের তার দাফন সম্পন্ন হয়।
জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার নুরনগর গ্রামের মৃত আসাদুল মণ্ডলের ছেলে রঙমিস্ত্রি বদরউজ্জামান ববি ও স্ত্রী লাকী খাতুন গতকাল রোববার সকাল ১০টার দিকে সদর উপজেলার কুতুবপুর থেকে চুয়াডাঙ্গায় ফিরছিলেন। সরোজগঞ্জ থেকে তারা একটি ইজিবাইকে রওনা দেন। ডিঙ্গেদহ হাটখোলা বাজারের কাছে পৌঁছুলে ববি দেখতে পান লাকীর ওড়না ইজিবাইকের চাকায় জড়িয়ে গেছে। স্ত্রীকে বাঁচানোর জন্য তিনি টান দিয়ে ওড়নাটি ছোড়াতে যান। এ সময় ববি পিচ রাস্তার ওপর পড়ে গুরুতর আহত হন। উল্টে পড়েন স্ত্রী লাকীও। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ববিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।