আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা কলেজপাড়ার মডার্ন বেকারির চুলা প্রস্তুত করতে এসে কুষ্টিয়ার আড়ুয়াপাড়ার রাজা শেখ (৪৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
জানা গেছে, আলমডাঙ্গা কলেজপাড়ার মডার্ন বেকারির চুলা মেরামতের জন্য কুষ্টিয়া শহরের আড়ুয়াপাড়ার মৃত বগা শেখের ছেলে রাজা শেখ গতকাল সোমবার বিকেলে আলমডাঙ্গায় আসেন। তিনি মডার্ন বেকারিতে রাতযাপন করেন। সকাল ৭টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে বেকারির কর্মচারীরা তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে তার আত্মীয় স্বজন আলমডাঙ্গায় এসে লাশ নিয়ে যান। বেকারি মালিক লাশ পরিবহন ও দাফনের সকল খরচ প্রদান করেন।