স্টাফ রিপোর্টার: পৌরসভা নির্বাচনে আজ সোমবার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হবে। গতকাল রোববার ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন চুয়াডাঙ্গা সদর পৌরসভা নির্বাচনে ৩ কাউন্সিলর প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
চুয়াডাঙ্গা জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশব্যাপী পৌর নির্বাচনের ঘোষিত তফসিল অনুযায়ী গতকাল রোববার ছিলো প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। এদিন চুয়াডাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের আজমল হক লিটু ২নং ওয়ার্ডের কামরুজ্জামান বাবলু ও ৮নং ওয়ার্ডের গাজী রহমান কাউন্সিলর পদের জন্য দাখিলকৃত তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।