স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার সুবদিয়া গ্রামে শাকঘোটা নিয়ে গণ্ডগোলের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক পক্ষের তিনজন আহত হয়েছেন। এর মধ্যে এক স্কুলছাত্র রক্তাক্ত জখম হয়েছে। গতকাল রোববার দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার সুবদিয়া গ্রামের কাছারিপাড়ার রাজার স্ত্রী পারুলা শাকঘোটা দেন প্রতিবেশী কাশেমের পুত্রবধূ শেফালী খাতুনকে। দু পরিবারের ভেতরে বনাবনি না থাকায় শাকঘোটা ফেরত দিতে বাধ্য করেন শেফালীর শাশুড়ি হাসুরা খাতুন। এ নিয়ে দুটি পরিবার বাগবিতণ্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে মারামারিতে রূপ নেয়। এ ঘটনায় কাশেমের স্ত্রী হাসুরা খাতুন, ছেলে আরিফুল ইসলাম ও পুত্রবধূ শেফালী খাতুন আহত হন। তাদেরকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।