কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়া পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীককে সমর্থন দিয়ে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত প্রার্থী গোলাম মহসিন মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন। গতকাল রোববার জেলা জাসদের এক নেতাকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পাঠিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন গোলাম মহসিন। কুষ্টিয়ায় বর্তমান মেয়র আনোয়ার আলীর আওয়ামী লীগের মনোনীত প্রার্থী। এ ব্যাপারে জেলা জাসদের সভাপতি গোলাম মহসিন জানান, দুপুরে আমার দলের এক নেতাকে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পাঠিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেয়া হয়েছে। আরও জানান, যেহেতু বর্তমান মেয়র আওয়ামী লীগের মনোনীত প্রার্থী আনোয়ার আলী সদরে নির্বাচন করছেন সেহেতু মুক্তিযোদ্ধার স্বপক্ষের ও জোটের প্রতি সম্মান জানিয়ে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। অপরদিকে মিরপুর পৌরসভায় উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক আতাহার আলী স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন উত্তোলন করেন। তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।