চুয়াডাঙ্গায় মেয়ের বাড়ি বেড়াতে এসে ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত

চুয়াডাঙ্গায় মেয়ের বাড়ি বেড়াতে এসে ট্রাকের ধাক্কায় অবসরপ্রাপ্ত শিক্ষক নিহত
স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মেয়ের বাড়ি বেড়াতে এসে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন সাহাজ উদ্দিন নামের এক অবসরপ্রাপ্ত শিক্ষক। গতকাল শনিবার সকাল সাড়ে ৭টার দিকে চুয়াডাঙ্গা শহরতলির জাফরপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাহাজ উদ্দিন আলমডাঙ্গা উপজেলা শহরের কলেজপাড়ার বাসিন্দা।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম জানান, অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক সাহাজ উদ্দিন (৬০) তিনদিন আগে চুয়াডাঙ্গার জাফরপুরে জামাই হামিদুর রহমান সন্টুর বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকালে প্রাতঃভ্রমণের সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।
একটি সূত্র জানায়, সাহাজ উদ্দিন এক সময় আলমডাঙ্গার এনায়েতপুর বাড়াদী মীর খুস্তার আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। তিনি সকালে জামাই বাড়ি থেকে সড়কে হাঁটছিলেন। এ সময় ঝিনাইদহমুখী একটি ১০ চাকার ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তিনি মারা যান।