চুয়াডাঙ্গায় মারফত তরিকার ওরশে হামলা : এক নারীসহ আহত ৪

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা হাটকালুগঞ্জে মধ্যমাঠে মারফত তরিকার ওরশে হামলায় এক নারীসহ আহত হয়েছেন ৪ জন। গতকাল শনিবার রাত ৮টার দিকে ৫/৬ জনের একদল যুবক দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। আহতদের মধ্যে সেলিমকে হাসপাতালে চিকিৎসাধীন রাখা হলেও বাকি ৩ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
জানা গেছে, চুয়াডাঙ্গা শান্তিপাড়ার গোলাম শাহ ওরফে নামাজ ছিলেন মারফত তরিকার অনুসারী। তিনি মারা গেলে তার বাড়িতেই মাজার গড়ে তোলা হয়। কয়েক বছর মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাড়িতেই ওরশের আয়োজন করা হতো। গোলাম শাহ’র ছেলে নূর আলম এবার হাটকালুগঞ্জের মধ্যমাঠে ওরশের আয়োজন করে। মারফত তরিকার লোকজনের এ আয়োজন নিয়ে প্রশ্ন তোলে স্থানীয় অনেকে। ওরশ করতে দেবে না বলেও হুমকি দেয়। এরপরই গতরাত ৮টার দিকে ওরশের নিকট রাস্তায় কয়েক যুবক হামলা চালায়। আহত হন হাটকালুগঞ্জের ফকির উদ্দীনের ছেলে আরিফ (২২), মৃত আসলাম উদ্দীনের ছেলে রফিক (২০), আবু তালেবের ছেলে সেলিম (২৪) ও সেলিমের মা জামিলা খাতুন। এরা সকলেই ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত জখম হন। হামলার সাথে সাথে ওরশ ভেস্তে যায়। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেলিমকে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। নূর আলমের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। তিনি মামলা করতে পারেন।