ঝিনাইদহের কালীগঞ্জে নিরাপদ খাদ্য স্কুল শিক্ষা কর্মসূচীর কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে নিরাপদ খাদ্য স্কুল শিক্ষা কর্মসূচি ২০১৫ কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১০টায় বাংলাদেশ নিরাপদ খাদ্য নেটওয়ার্ক এর আয়োজনে ও স্বেচ্ছাসেবী হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের পরিচালনায় বলিদাপাড়াস্থ প্রশিক্ষণ ও বিকাশ কেন্দ্রে এ পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা। হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ডের কান্ট্রি ডিরেক্টর আতাউর রহমান মিটন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সালমা খাতুন, সুনিকেতন পাঠশালা পরিচালনা কমিটির সদস্য নলডাঙ্গা ভুষণ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমান, কালীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, প্রোগ্রাম অফিসার হাফিজুর রহমান, শিক্ষার্থী জারিন তাসমিন জিনান ও মিরাজ হোসেন মুন্না।
উল্লেখ্য, গত ১১ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত কালীগঞ্জ উপজেলার শ্রীরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, বেজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিশ্চিন্তপুর ভুষন সরকারি প্রাথমিক বিদ্যালয়, হাজীপুর-বুজরুকমুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, নরেন্দ্রপুর ঘোষনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিয়ামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, পুখরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, দয়াপুর ভাতঘরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালীগঞ্জ ভুষণ শিশু একাডেমীরসহ ১০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। কুইজ প্রতিযোগিতায় বিজয়ী প্রত্যেক বিদ্যালয়ের ২০ জন শিক্ষার্থীকে সার্টিফিকেট, স্কুল ব্যাগসহ বিভিন্ন পুরস্কার প্রদান করা হয়।