সানি লিওনের জীবনী নিয়ে তৈরি হচ্ছে তথ্যচিত্র

সম্প্রতি ‘সুপারগার্ল ফ্রম চায়না’ গানের মাধ্যমে বলিউডে সাড়া ফেলেছেন অভিনেত্রী সানি লিওন। মুক্তির অপেক্ষায় আছে সেক্স কমেডি ছবি ‘মাস্তিজাদে’। কিন্তু এর চেয়েও বড় খবর রয়েছে তার ভক্তদের জন্য। স্বনামধন্য পরিচালক দীলিপ মেহতা সানির জীবনী নিয়ে তথ্যচিত্র নির্মাণ করতে চলেছেন। একসময়ের পর্ণস্টার সানি লিওনের আসল নাম করণজিৎ কওর বহরা। কানাডার শিখ পরিবারের মেয়ে করণজিৎয়ের পর্ণ জগতে আগমন, তার অজানা তথ্য, পূর্ব পরিচয়সহ তিনি কিভাবে বলিউডে পা রাখেন এ সমস্ত ব্যপার নিয়ে তৈরি হচ্ছে প্রামান্যচিত্রটি। বলিউডে প্রবেশের পর থেকে সবচেয়ে বেশিবার গুগল সার্চ ইঞ্জিনে যাকে খোঁজা হয়েছে সেই তালিকার শীর্ষে আছেন সানি। পর্ণ দুনিয়া থেকে বলিউডের বাণিজ্যিক সিনেমায় আবির্ভাবের মতো অসাধ্যসাধনের নানা অজানা কাহিনি থাকবে তার জীবনীমূলক এই তথ্যচিত্রে। তবে তার আগে আগামী জানুয়ারিতে তার ভক্তদের জন্য বড়পর্দায় ‘মাস্তিজাদে’ নিয়ে হাজির হবেন সানি।