সরকারি জমিতে ঘর-পাঁচিল নির্মাণ : ভূমিকর্তাদের ঘটনাস্থল পরিদর্শন

দর্শনা অফিস: তিতুদহের ছোট শলুয়া গ্রামে সরকারি রাস্তা দখল করে পাঁচিল ও ঘর নির্মাণ করায় পাঁচিল ও ঘর সরিয়ে নেয়ার নির্দেশ দিয়েছেন ভূমি কর্মকর্তারা। এ নির্দেশ দেয়ায় কর্মকর্তাদের সাথে মারমুখী আচরণ করে দখলদাররা।
অভিযোগে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের ছোটশলুয়া মাঝেরপাড়ার জলিলের ছেলে বারেক ও বিশারত, তাইরদ্দীনের ঘরজামাই আব্দুর রাজ্জাক শফিকের মুদি দোকান থেকে সিরাজুলের বাড়ি পর্যন্ত ২/৩শ গজ সরকারি রাস্তা দখল করে তার ওপর ঘর ও পাকা পাঁচিল নির্মাণ করে। যে কারণে গ্রামের মানুষ ও যানবাহন চলাচলে গুরুত্বপূর্ণ রাস্তাটি একেবারে সংকুচিত হয়ে পড়ে। বিষয়টি গ্রামবাসী বারবার দখলদারদের জানালেও তারা কর্ণপাত করেনি। গায়ের জোরে দখল করে রেখেছে রাস্তা। এর আগে সরকার রাস্তাটি হেরিং করে দেয়। কিন্তু রাস্তার ইটসহ রাস্তা দখল করে নেয় দখলদার বারেক ও বিশারত। দখলমুক্ত করার জন্য গ্রামবাসী চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন। এ অভিযোগের প্রেক্ষিতে গতকাল ঘটান্থলে আসেন তিতুদহ সহকারী ভূমি কর্মকর্তা আশরাফুল আলম, সার্ভেয়ার শহিদুল ইসলাম ও চেনম্যান আ.হামিদ। মাপাজোক করার এক পর্যায়ে প্রমাণিত হয় সরকারি রাস্তার ওপরেই নির্মাণ করা হয়েছে পাঁচিল ও ঘর। বারেকের বিরুদ্ধে আরও অভিযোগ আছে তিনি রাস্তার সামনের একটি গাছও কেটে বিক্রি করে দিয়েছেন। এ সময় কর্মকর্তারা দু দিনের মধ্যে পাঁচিল ও ঘর সরিয়ে নেয়ার নির্দেশ দেন। এতে দখলদার বারেক ক্ষিপ্ত হয়ে কর্মকর্তাদের সাথে খারাপ আচরণ করে। বারেকের খুঁটির জোর কোথায় তা খতিয়ে দেখে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসারের সুদৃষ্টি কামনা করেছেন গ্রামবাসী।