মেহেরপুরে জেলা প্রশাসক ও গাংনী ইউএনকে স্মারকলিপি পেশ
গাংনী প্রতিনিধি: বাল্যবিয়ে নিরোধ আইনের সংশোধনীতে কনের বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ বছর পুনর্বহাল রাখার দাবিতে মেহেরপুর জেলা প্রশাসক ও গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারকলিপি পেশ করেছে জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম মেহেরপুর জেলা শাখা। গতকাল বৃহস্পতিবার সকালে এ স্মারকলিপি পেশ করেন কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সভাপতি সিরাজুল ইসলামসহ সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত ছিলেন জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নারগীছ আক্তার, সাংবাদিক তুহিন আরন্য, সুজন গাংনী শাখার সভাপতি আব্দুর রশিদ, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান অল্ডাম, বিকশিত নারী নেটওয়ার্কের গাংনী উপজেলা সাধারণ সম্পাদক দিলরুবা সুলতানা, দি হাঙ্গার প্রজেক্টের গাংনী এরিয়া অফিসের সমন্বয়কারী হেলাল উদ্দীন, নারী নেত্রী হামিদা খাতুন ও আনজিরা খাতুন প্রমুখ।
উল্লেখ্য, বাল্যবিয়ে নিরোধ আইন ২০১৪’র খসড়ার ১৪নং ধারায় বিশেষ বিধান বাতিল করে মেয়েদের নুন্যতম বিয়ের বয়স শর্তহীনভাবে ১৮ বছর বহাল রাখার দাবিতে এ স্মারকলিপি পেশ করা হয়।