পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত তিন শিশু : একজন রেফার

পৃথক স্থানে সড়ক দুর্ঘটনায় আহত তিন শিশু : একজন রেফার
স্টাফ রিপোর্টার: পৃথক তিনটি স্থানে দুর্ঘটনায় তিন শিশু আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে দ্বিতীয় শ্রেণির ছাত্র জুয়েল (৯) আহত হয়। সে আলমডাঙ্গার পল্লি পোলবাগুন্দর ইউনুস আলীর ছেলে। স্কুল থেকে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় আহত হয়। বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়েছেন চুয়াডাঙ্গা জেলা সদরের আলুকদিয়া পীরপুরের আব্দুল আলিমের ৬ বছর বয়সী মেয়ে মারুফা। গতকাল বিকেলে এ দুর্ঘটনা ঘটে। অপরদিকে দামুড়হুদা দলকা লক্ষ্মীপুরের আব্দুর রহিমের মেয়ে জোনাকী (৫) বাড়ির পাশের রাস্তা পার হতে গেলে অটোরিকশা তাকে ধাক্কা দেয়। আছড়ে পড়ে আহত হয়। পৃথক দুর্ঘটনায় আহত তিন শিশুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। জোনাকির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। গতকালই তাকে তার পিতা-মাতা রাজশাহীর উদ্দেশে নিয়েছেন। তবে শেষ পর্যন্ত তার ভাগ্যে কী ঘটেছে তা নিশ্চিত করে জানা সম্ভব হয়নি।