কোটি দর্শকের মন জয় করে এ বছরে সেরা তারকা হিসেবে নির্বাচিত হয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। ভারতের ফোর্বস ম্যাগাজিনের দেয়া এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়। ফোর্বসের তালিকায় থাকা ১০০ জন তারকার মধ্যে প্রথম স্থানটি দখল করে নিয়েছেন কিং খান। এখানেই শেষ নয়, ৫০ বছর বয়সী এই অভিনেতা এ বছর আয় করেছেন ২৫৭ দশমিক ৫ কোটি রুপি। যা অন্যান্য তারকের তুলনায় বেশি। ফোর্বসের তালিকা শুধু বলিউড তারকাদের নিয়েই তৈরি হয়নি, এখানে আরও রয়েছেন গায়ক, সুরকার, খেলোয়ার এবং নির্মাতারা।
এর আগে চতুর্থ স্থানে ছিলেন শাহরুখ এবং প্রথম স্থানে ছিলেন বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন। তবে এ বছর ১১২ কোটি রুপি আয় করে তিনি রয়েছেন তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান (২০২ দশমিক ৭৫ কোটি রুপি)।