মেহেরপুরে বধ্যভূমি দিবস পালন

মেহেরপুর অফিস: মেহেরপুর সরকারি কলেজ মোড়স্থ বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জ্বলন ও আলোচনাসভার মধ্যদিয়ে জাতিসংঘ স্বীকৃত বধ্যভূমি দিবস মেহেরপুরে পালন করা হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ০১ মিনিটে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। আলোচনাসভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। অনুষ্ঠানে অতিথি ছিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, জেলা জজ আদালতের পিপি অ্যাড. পল্লব ভট্টাচার্য, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বশির আহম্মেদ, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল হালিম, উদীচী’র জেলা সভাপতি অ্যাড. ইব্রাহীম শাহীন। উপস্থিত ছিলেন মেহেরপুর প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো, জেলা শিল্পকলা একাডেমির সহসভাপতি প্রভাষক নূরুল আহমেদ, মোমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক মফিজুর রহমান মফিজ, সাবেক সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক হাসানুজ্জামান মালেক, কালচারাল অফিসার তানবির রহমান, জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কেএম আতাউল হাকিম লাল মিয়া, সদর থানার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম, অরণির সভাপতি নিশান সাবের, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আবুল হাসনাত দিপু, শামীম জাহাঙ্গীর সেন্টু, সাফিনাজ আরা ইরানি, ফৌজিয়া আফরোজ তুলি, মেহেরপুর মৃত্তিকা গ্রুপ সংগঠনের সভাপতি মানিক হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফুয়ান আহমেদ রুপক, সদর থানা ছাত্রলীগের সভাপতি জুনায়েদ ইমতিয়াজ, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম আনন্দ, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুদরত-ই-খোদা রুবেল,শহর ছাত্রলীগের সাবেক সভাপতি মাফিজুর রহমান পোলেন প্রমুখ।