মাউশির ডিজিসহ ২ কর্মকর্তাকে আদালতে তলব

মানবতাবিরোধী অপরাধে জাপা নেতা গ্রেফতার
স্টাফ রিপোর্টার: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জাতীয় পার্টির নেতা মাওলানা একেএম রেজাউল হক (৭০) ওরফে আক্কাস মৌলভীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার চেচুয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে একাত্তরে হত্যা, অগ্নিসংযোগসহ মানবতাবিরোধী অপরাধের মামলা রয়েছে। তিনি মুক্তাগাছার দুল্লা ইউনিয়নের চেচুয়া দাখিল মাদ্রাসার সুপার। জানা গেছে, মুক্তাগাছার পূর্ব চেচুয়া গ্রামের মৃত মসলেম উদ্দিনের ছেলে রেজাউল হক ওরফে আক্কাস মৌলভী মুক্তিযুদ্ধের সময় মাদরাসাছাত্র থাকা অবস্থায় আলবদর বাহিনীতে যোগ দেন। তার বিরুদ্ধে সুবর্ণখিলা গ্রামের আহমদ আলীসহ দু মুক্তিযোদ্ধাকে হত্যা, চেচুয়ায় হিন্দুবাড়িতে গণহত্যা ও অগ্নিসংযোগ করার অভিযোগ রয়েছে।

আচরণবিধি লংঘন : তিন এমপির দুঃখ প্রকাশ
স্টাফ রিপোর্টার: পৌরসভা নির্বাচনে আচরণবিধি লংঘনের ঘটনাকে অনিচ্ছাকৃত ভুল আখ্যায়িত দিয়ে দুঃখ প্রকাশ করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের তিন সংসদ সদস্য। নির্বাচন কমিশনের (ইসি) কারণ শোকজ নোটিশের প্রেক্ষিতে তারা এ জবাব দেন। এই এমপিরা হলেন- ঢাকা-২০ আসনের সংসদ সদস্য এমএ মালেক, নাটোর-২ আসনের শফিকুল ইসলাম শিমুল ও বরগুনা-২ আসনের শওকত হাচানুর রহমান রিমন। ভবিষ্যতে আচরণবিধি লংঘন করবেন না বলেও চিঠিতে উল্লেখ করেছেন তারা। মনোনয়নপত্র জমা দেয়ার সময়ে নির্বাচনী এলাকায় উপস্থিত থাকায় আচরণবিধির লংঘনের অভিযোগে গত রোববার এ তিন সংসদ সদস্যকে তিনদিনের মধ্যে শোকজের জবাব চেয়ে চিঠি দেয়া হয়। মঙ্গল ও বুধবার তারা তিনজনই শোকজের জবাব দেন। শোকজ নোটিশে বলা হয়েছিলো, মনোনয়নপত্র জমা দেয়ার সময় উপস্থিতি, হেলিকপ্টার ব্যবহার ও আগাম প্রচারমূলক কাজে জড়িত থেকে সরকারি সুবিধাভোগী এই ব্যক্তিরা আচরণবিধি লংঘন করেছেন।

স্কয়ার হাসপাতালকে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা
স্টাফ রিপোর্টার: বিভিন্ন অনিয়মের অভিযোগে র্যা বের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালত রাজধানীর স্কয়ার হাসপাতাল কতৃপক্ষকে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল দুপুরে র্যা বের ভ্রাম্যমাণ আদালত পান্থপথে স্কয়ার হাসপাতালে এই অভিযান চালায়। র্যা বের লিগ্যাল অ্যান্ড মিডিয়া শাখার ভারপ্রাপ্ত পরিচালক মেজর রুম্মান মাহমুদ জানান, ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনার সময় দেখতে পায়, স্কয়ার হাসপাতালের লাইসেন্সের মেয়াদ ১ বছর আগেই শেষ হয়ে গেছে। একই ভাবে হাসপাতালের ব্লাড ব্যাংকের লাইসেন্সের মেয়াদও শেষ হয়ে গেছে। এমনকি হাসপাতালের ডায়াগনস্টিক সেন্টার, সার্জিক্যাল ইকুইপম্যান্ট, আইসিইউ, এনআইসিইউসহ হাসপাতালের জরুরি বিভাগের গুরুত্বপূর্ন ইউনিটগুলোর সরকারের স্বাস্থ্য অধিদফতরের কোনো অনুমোদন নেই। এসব অভিযোগে ভ্রাম্যমাণ স্কয়ার হাসপাতাল কতৃপক্ষকে ২ লাখ ৬৫ হাজার টাকা জরিমানা করে।

খুবির ভর্তি পরীক্ষা শুক্র ও শনিবার
স্টাফ রিপোর্টার: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী শুক্রবার ও শনিবার অনুষ্ঠিত হবে। গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক এসএম আতিয়ার রহমান স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শুক্রবার সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞান প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের, আড়াইটা থেকে বিকেল ৪টা পর্যন্ত জীব বিজ্ঞান স্কুলের এবং বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত চারুকলা ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। শনিবার সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত কলা ও মানবিক স্কুলের, দুপুর সাড়ে ১২টা থেকে বেলা ২টা পর্যন্ত সামাজিক বিজ্ঞান স্কুলের এবং বিকেল সাড়ে ৩টা থেকে ৫টা পর্যন্ত ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ভর্তি পরীক্ষা চলাকালে দুটি ভ্রাম্যমাণ আদালত থাকবে। পরীক্ষার হলে ক্যালকুলেটর ছাড়া সব ইলেক্ট্রনিকস ডিভাইস আনা যাবে না। ভর্তির আসন সংক্রান্ত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.ku.ac.bd) পাওয়া যাবে। এছাড়া, সংশ্লিষ্ট স্কুলের ডিন অফিস ও ইনস্টিটিউটের পরিচালকের অফিস অথবা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের একাডেমিক শাখায় (পিএবিএক্স-৭২০১৭১-৩/৫১৬১) যোগাযোগ করে জানা যাবে।

স্টাফ রিপোর্টার: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ফাহিমা খাতুন ও সহকারী পরিচালক (কলেজ শাখা) হেলাল উদ্দিনকে আগামী ৫ জানুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে। আদালতের আদেশ অনুসরণ না করায় তাদের ব্যাখ্যা দিতে তলব করেছে হাইকোর্ট। ওই দু কর্মকর্তাসহ ৭ কর্মকর্তার বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়া হবে না- তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আদালত অবমাননার অভিযোগে করা এক আবেদনের শুনানি নিয়ে বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি মো. মজিবুর রহমান মিয়ার বেঞ্চ বুধবার রুলসহ ওই আদেশ দেন। শিক্ষা সচিব, ফাহিমা খাতুন ও হেলাল উদ্দিনসহ সাত কর্মকর্তাকে দু সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।