মাথাভাঙ্গা মনিটর: অসীম সাহসিকতায় বাঘের মুখ থেকে দু শিশুসন্তানকে রক্ষা করলেন মা। সম্প্রতি ভারতের লখনৌতে কাতারনাইঘাট বন্যপ্রাণী অভয়ারণ্যের অন্তর্গত মতিপুর রেঞ্জের একটি গ্রামে এ ঘটনা ঘটে। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে কিভাবে মা তার দু শিশুসন্তানকে চিতার মুখ থেকে রক্ষা করেন। ঘটনার বর্ণনায় বলা হয়, গত রোববার সকালে গ্রামটির বাসিন্দা ফুলমতি (৩০) তার দু মেয়ে গাদিয়া ও রিচাকে নিয়ে মাঠ দিয়ে আসছিলেন। এ সময় আচমকা একটি চিতাবাঘ তাদের আক্রমণ করে বসে। সাথে থাকা তার চার বছর বয়সী এক মেয়েশিশুকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে চিতাটি। ফুলমতি তখন সাহায্যের জন্য চিৎকার শুরু করে। পাশাপাশি বাঘটিকে দূরে সরানোর জন্য অনবরত তার দিকে পাথর ছুড়তে থাকেন। প্রায় আধঘণ্টা ধরে চলে মানুষ আর বাঘের এই লড়াই। এরমধ্যে ফুলমতির এক আত্মীয় তার চিৎকার শুনতে পেয়ে ছুটে আসেন। আসেন গ্রামের আরও দু-একজন বাসিন্দা। বাঘটিও দমে যাওয়ার নয়। ভয়ে পালিয়ে না বাঘটি উল্টো তাদের ওপর হামলা করে। বাঘের হামলায় তিন মা-সন্তানসহ মোট চারজন আহত হয়েছে। তবে এতোকিছু ঘটে গেলেও এর কিছুই জানেন না বন বিভাগের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। তাই ঘটনার সময় এগিয়ে আসেনি বন বিভাগের কোনো কর্মী। এ বিষয়ে বাহরেইক জেলার বন কর্মকর্তা আশিস তিওয়ারি বলেন, তিনি এ ঘটনা সম্পর্কে কিছু জানতেন না।
টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব অ্যাঙ্গেলা মেরকেল
মাথাভাঙ্গা মনিটর: জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল টাইম ম্যাগাজিনের এবারের বর্ষসেরা ব্যক্তিত্ব হয়েছেন। ইউরোপে ঋণ সঙ্কট এবং শরণার্থী ও অভিবাসী সমস্যা মোকাবেলা, ইউক্রেনে রাশিয়ার হস্তক্ষেপ বন্ধে নেতৃস্থানীয় ভূমিকা পালনের কারণে তাকে এ স্বীকৃতি দেয়া হলো। টাইম ম্যাগাজিনের সম্পাদক ন্যান্সি গিবস লিখেছেন, বেশির ভাগ রাজনীতিবিদ দেশের জন্য যে কাজগুলো করতে সাহস করেন না, তিনি তা করেছেন। জুলুমবাজ ও সুবিধাবাদীদের বিরুদ্ধে দাঁড়িয়ে দৃঢ় নৈতিক নেতৃত্ব দেখিয়েছেন। এ গুণগুলো এখানকার বিশ্বে বিরল। আর এ কারণেই এবার টাইমের বর্ষসেরা ব্যক্তিত্ব অ্যাঙ্গেলা মেরকেল। সম্পাদক ন্যান্সি গিবস আরও লিখেছেন, ঋণখেলাপি হয়ে ইউরোজোন থেকে গ্রিসের বেরিয়ে যাওয়া ঠেকিয়েছেন মেরকেল। সীমান্ত উন্মুক্ত করে তিনি অভিবাসী ও শরণার্থী সঙ্কট মোকাবেলায় সাহস দেখিয়েছেন। সর্বশেষ প্যারিস হামলার পর ফ্রান্সের প্রতি বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছেন। আইএসের বিরুদ্ধে লড়াইয়ে সেনা মোতায়েন করেছেন তিনি।
মেয়ের মা হলেন রানী মুখার্জী
মাথাভাঙ্গা মনিটর: মেয়ের মা হলেন রানী মুখোপাধ্যায়। গতকাল বুধবার মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে এক সুস্থ কন্যাসন্তানের জন্ম দিয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন আদিরা। টুইটারে চোপড়া পরিহারের তরফ থেকে প্রথম খবরটি দেন উদয় চোপড়া। টুইটার বার্তায় তিনি লিখেছেন, ইটস আ গার্ল। মেয়ে হওয়ার পর রানী মুখার্জী জানিয়েছেন, আমার সব অনুরাগীদের ধন্যবাদ। সৃষ্টিকর্তা আজ তার সেরা উপহারটা আমাকে দিয়েছেন। তা হলো আদিরা। বন্ধুদের সহযোগিতার জন্য তাদের ধন্যবাদও জানিয়েছেন রানী। কর্ন জোহর টুইট করেছেন, একটা ফুটফুটে মেয়ের কাকা হলাম আজ। রানী-আদিত্যর মেয়ে হয়েছে। ঋষি কপূর টুইট করেছেন, অভিনন্দন। রানী-আদিত্য এখন একটা ছোট্ট মেয়ের গর্বিত বাবা-মা।