চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী টোটন জোয়ার্দ্দারের হাতে তুলে দেয়া হয় নৌকা প্রতীক
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত নৌকা প্রতীক তুলে দেয়া হয়। চুয়াডাঙ্গা পৌরসভার কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক তুলে দেন বাংলাদেশ আওয়ামী লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আজাদুল ইসলাম আজাদ। এ সময় উপস্থিত ছিলেন-পৌর আওয়ামী লীগের সভাপতি জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, সাধারণ সম্পাদক আলহাজ আশাবুল হক লন্টু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আ. হান্নান, জেলা আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক খুস্তার জামিল ও পিপি সামসুজ্জোসহ পৌর এলাকার প্রতিটি ওয়ার্ডের সভাপতি-সম্পাদকগণ। বিজ্ঞপ্তি