স্টাফ রিপোর্টার: অপেক্ষার অবসান হলো বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) দর্শকদের। দেখা মিললো গেইল ঝড়ের। আর এ ঝড়ে মুহূর্তেই উড়ে গেলো চট্টগ্রাম। গেইলের করা ৪৭ বলে ৯২ রানের ইনিংসে ৮ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বরিশাল। চট্টগ্রামের দেয়া ১৩৬ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ২টি উইকেট হারিয়ে ১৫ ওভারেই প্রয়োজনীয় রান সংগ্রহ করে বরিশাল। এক হাতে তাণ্ডব চালান ক্রিস গেইল। তাকে যোগ্য সঙ্গ দেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। তিনি করেন ২৫ বলে ১৯ রান। এরআগে টস হেরে ব্যাট করতে নেমে ১৩৫ রান করে চিটাগং ভাইকিংস। দিলশান ও এনামুল উদ্বোধনী জুটিতে দলের জন্য শুভ সূচনা এনে দেন। দিলশান ২২ বলে ২৮ রান করে আউট হলে বিপদজনক জুটির পতন হয়। এ সময় দলের রান ছিলো ৫.৫ ওভারে ৫২। এরপরে আর কোনো জুটি দাড়াতে না পারলে বড় সংগ্রহ থেকে বঞ্চিত হয় চট্টগ্রাম। ২০ ওভারে তারা ১৩৫ রান সংগ্রহ করতে সক্ষম হয়। এনামুল হক করেন ১৮ বলে ২৮ রান। এছাড়া উমর আকমল ২৫ রান ও আসিফ আহমেদ ১৭ রান করেন।