দর্শনা অফিস: ঢাকায় ফুলকপি বিক্রি করে বাড়ি ফেরার পথে যাত্রীবাহী বাসে পড়তে হলো অজ্ঞান পার্টির খপ্পরে। দু ব্যবসায়ীর কপি বিক্রির টাকা ও মোবাইলফোন গেলো খোয়া। গত সোমবার সন্ধ্যায় দামুড়হুদার হাউলী ইউনিয়নের লোকনাথপুর পশ্চিমপাড়ার মশিউরের ছেলে মতিয়ার ও আ. জলিলের ছেলে শওকত ফুলকপি নিয়ে ঢাকায় যান। ঢাকায় কপি বিক্রি করে কোহিনুর পরিবহনযোগে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে অজ্ঞান পার্টির খপ্পরে পড়তে হয়েছে মতিয়ার ও শওকতকে। কোহিনুর পরিবহন সন্ধ্যায় দর্শনাস্থ কাউন্টারের সামনে থামলে সকলে গাড়ি থেকে নামলেও থেকে যায় মতিয়ার ও শওকত। সংজ্ঞাহীন অবস্থায় ২ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের সাথে থাকা ব্যবসায়ীদের কাছ থেকে জানা গেছে, ২ জনের কাছ থেকে প্রায় ৬ হাজার টাকা ও মোবাইলফোন নিয়ে সটকে পড়েছে অজ্ঞান পার্টির সদস্যরা। মতিয়ার ও শওকতকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।।