ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ট্রাকের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দর্শনা- চুয়াডাঙ্গা সড়কে তালেশ্বর নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন জানান, কালীগঞ্জ উপজেলার ত্রিলোচনপুর গ্রামের আহম্মদ আলীর ছেলে ইউসুফ আলী (৪৫) কালীগঞ্জ শহর থেকে বাড়ি ফিরছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পুলিশ ঘাতক ট্রাকটি আটক করেছে ।