শরিফ রতন: কার্পাসডাঙ্গা আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কার্পাসডাঙ্গা একাদশ জয়ী হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টার দিকে কার্পাসডাঙ্গা ফুটবলমাঠে হাই ভোল্টেজ ১ম সেমিফাইনালে হুদাপাড়া একাদশকে ২-১ গোলে পরাজিত করে কার্পাসডাঙ্গা একাদশ। জয়ী দলের পক্ষে আব্দুল মতিন ও ইমন ১টি করে গোল করে। খেলায় সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইমন। খেলাটি পরিচালনা করেন তিতুয়ার, টিটু ও শাহিন।