মাথাভাঙ্গা মনিটর: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০১৬ ও ২০১৭ মরসুমে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালসের পরিবর্তে খেলবে পুনে ও রাজকোট। নিউ রাইজিং ১৬ কোটি টাকা দিয়ে কিনে পুনেকে। আর ১০ কোটি দিয়ে রাজকোটকে কিনে ইনটেক্স। গতকাল মঙ্গলবার নতুন দুটি দলের জন্য নিলাম ডাকে আইপিএল গর্ভনিং বডি।
নয়া দুটি দলের নাম ঘোষণার পাশাপাশি আইপিএলের বিভিন্ন বিষয় নিয়ে কথাও হয় এই নিলামে। টুয়েন্টি টুয়েন্টি বিশ্বকাপের ফাইনাল শেষ হবার ছয়দিন পরই শুরু হবে আইপিএলের নবম আসর। অর্থাৎ ৯ এপ্রিল থেকে মাঠে গড়াবে ২০১৬ সালের আইপিএল। শেষ হবে ২৬ মে। নবম আইপিএলের উদ্বোধনী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে মুম্বাইয়ে। ব্যাঙ্গালুরুতে ৬ ফেব্রুয়ারিতে নবম আইপিএলের খেলোয়াড়দের নিলাম অনুষ্ঠত হবে।