খুবির ভর্তি পরীক্ষা ১১ ও ১২ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার: আগামী ১১ ও ১২ ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ২০১৫-১৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের জন্য খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের মূলকেন্দ্র এবং কেসিসি উইমেন্স কলেজ উপকেন্দ্রে আসন বিন্যাস সম্পন্ন হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় মূলকেন্দ্রে রোল নম্বর- ০০০১ থেকে ৪৩০০ পর্যন্ত এবং কেসিসি উইমেন্স কলেজ উপ-কেন্দ্রে রোল নম্বর- ৪৩০১ থেকে ৬১৬৫ পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তির আসন বিন্যাস সংক্রান্ত বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে (www.ku.ac.bd) পাওয়া যাবে।