কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার সদর উপজেলার জগন্নাথপুরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে সেলিম হোসেন (৩৫) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জগন্নাথপুর গ্রামের হামিদুলের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সুত্রে জানা যায়, সকালে জগন্নাথপুরের হামিদুলের বাড়ির প্লাস্টারের কাজে আসেন সেলিম। এ সময় কাজ করা অবস্থায় পাশে থাকা একটি বিদ্যুতের কাটা তারের ওপর তার পা চলে যায়। মুহুর্তে তার শরীরে বিদ্যুত শক লাগে। এতে মারাত্বক আহত হয় সেলিম। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসাপাতালে নিয়ে আসলে জরুরী বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করতে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। নিহত সেলিম জগন্নাথপুর গ্রামের আতাহার বিশ্বাসের ছেলে।