কনিকা ফাউন্ডেশনের শুভ সূচনা ও ধানবীজ বিতরণ শীর্ষক আলোচনাসভা
‘টেকসই কৃষি উন্নয়ন ও কৃষি সেবা শক্তিশালীকরণ’ এ স্লোগান নিয়ে কনিকা ফাউন্ডেশন যাত্রা শুরু হয়েছে। গতকাল সোমবার সকালে দামুড়হুদা উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বোরো ধানবীজ বিতরণ কার্যক্রমের মধ্যদিয়ে ফাউন্ডেশনের প্রধান কার্যালয় লোকনাথপুরে কনিকা ফাউন্ডেশনের শুভ সূচনা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন হাউলী ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ মিন্টু। প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষি অফিসার সুফি মো. রফিকুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন কনিকা সিড কোম্পানির প্রোডাকশন ইনচার্জ ও কনিকা ফাউন্ডেশনের জেনারেল মেম্বার কৃষিবিদ মো. নাজিম উদ্দীন। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন মহিদুল হক সেন্টু, মনিরুল ইসলাম, খবীর উদ্দীন, আরাফাত রহমান, তারেক রহমান ও শাহজাহান প্রমুখ। প্রেসবিজ্ঞপ্তি।