Xআন্দুলবাড়িয়া প্রতিনিধি: বিদ্যালয়ের তালা ভেঙে চুরির অভিযোগে আটক সোহাগকে জীবননগরের আন্দুলবাড়িয়ায় সাংবাদিক নারায়ণ ভৌমিকের দোকানে ক্যাশড্রয়ার ভেঙে টাকা চুরি মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে ৩দিনের রিমান্ডের আবেদন করেছে পুলিশ। গত রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা জীবননগর থানার এসআই রঞ্জিত কুমার দাস সংশ্লিষ্ট আদালতে রিমান্ডের আবেদন করেন। গ্রেফতারকৃত সোহাগ ও পলাতক জনি ওরফে ডলার সম্পর্কে দামুড়হুদা ও ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানায় বেতারবার্তা পাঠানো হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তাসূত্রে জানা গেছে। আটককৃতের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের হয়েছে। সোনার দোকান চুরির অভিযোগে জীবননগর থানার এসআই মকবুল হোসেন ও আন্দুলবাড়িয়া বহুমুখি মাধ্যমিক বিদ্যালয়ের তালাভেঙে চুরির দায়ে বিদ্যালয়ের সভাপতি বাদী হয়ে মামলা দায়ের করেছেন বলে ওসি (তদন্ত) গোলাম মোহাম্মদ নিশ্চিত করেছেন।